নদিয়ার ভারতভুক্তি ১৭ আগস্ট ১৯৪৭

আগস্ট ১৮, ২০১৭। শিবনিবাসে নদিয়ার ভারত ভুক্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তেরঙ্গা হাতে শিশুরা। ছবি প্রণব দেবনাথ।আগস্ট ১৮, ২০১৭। শিবনিবাসে নদিয়ার ভারত ভুক্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তেরঙ্গা হাতে শিশুরা। ছবি প্রণব দেবনাথ।
।। সঞ্জিত দত্ত।।
The tricolor being raised in Sibnibas on August 18 2017. Picture by Pranab Debnath

আগস্ট ১৮, ২০১৭। শিবনিবাসে নদিয়ার ভারত ভুক্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। ছবি প্রণব দেবনাথ।

১৫ আগস্ট ১৯৪৭ দেশভাগের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এলো ।  কিন্তু নদীয়া, মুর্শিদাবাদ , মালদহ ও পশ্চিম দিনাজপুর এই চারটি জেলার এবং বনগ্রাম থানা এলাকার মানুষ স্বাধীনতার আনন্দ উৎসবে অংশ নিতে পারেননি সেদিন। বরং উৎকণ্ঠায় কাটিয়েছেন সেদিন। ভারত না পাকিস্তান – কোন দেশের অধীনে তাঁরা থাকবেন এই অনিশ্চয়তা নিয়ে অনন্ত দুটি বিনিদ্র রজনী কাটিয়েছিলেন তাঁরা। স্বাধীনতার আনন্দ পেতে তাঁদের অপেক্ষা করতে হয়েছিল অন্তত দুদিন। যখন ১৭ আগষ্ট নদীয়া জেলার ভারত ভুক্তির ঘোষনা হল। তারপরই শুরু হয়েছিল স্বাধীনতার বিলম্বিত উৎসব। যদিও নদিয়ার কোথাও কোথাও অনেকে ১৮ আগস্ট ১৯৪৭ কে নদিয়ার ভারতভুক্তির দিবস ধরে ঐ দিনটিকে বিশেষ ভাবে পালন করেন। মাঝদিয়া’র কাছে শিবনিবাসে প্রতি বছর ১৮ আগস্ট বড় করে পালিত হয় এই বিলম্বিত স্বাধীনতা দিবসের উৎসব। পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌ বাইচ প্রতিযোগিতাসহ এবছরও হয়েছে অনেক অনুষ্ঠান ওই দিনকে মনে করে।

স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে পিছন ফিরে দেখতেই পারি সেই দিনগুলিকে।

ঠিক কি হয়েছিল ? কেন এই বিলম্বিত স্বাধীনতা?

১৬ মে ১৯৪৬ বৃটিশ পার্লামেন্ট–এর সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুলাই ১৯৪৬ গঠিত হল ভারতের সংবিধান সভা (The Constituent Assembly of India ) । প্রথম সভা বসল ৯ ডিসেম্বর ১৯৪৬ । ৩ জুন ১৯৪৭ বৃটিশ পার্লামেন্ট ভারতের দেশভাগ মেনে নিল । ১৮ জুলাই ১৯৪৭ বৃটিশ পার্লামেন্ট ১৯৩৫ সালের Government of India Act, 1935 কে সংশোধন করে Indian Independence Act, 1947 পাশ করল।এই Indian Independence Act, 1947 এর বলে ১৫ আগস্ট ১৯৪৭ দিনটিকে ভারত ও পাকিস্থান দুটি পৃথক দেশ গঠনের জন্য সুনির্দিষ্ট করে দিল । ১৯০৫ সালে যা ছিল ‘বঙ্গভঙ্গ’এর মহড়া এই Act এ তা কারযকরী করা হল ‘পূর্ববঙ্গ’ ও ‘পশ্চিমবঙ্গ’ নামে দুটি প্রদেশ তৈরির মধ্য দিয়ে । ১৯০৫ সালে আঁকা মানচিত্রকে ভিত্তি করে একটি মানচিত্র এর সঙ্গে যুক্ত করা হল ।এই মানচিত্র অনুযায়ী দিনাজপুর,মালদহ, মুর্শিদাবাদ,নদীয়া, যশোহর এবং বনগাঁ থানাকে ‘পূর্ববঙ্গ’এর মধ্যে ধরা হয় । যদিও বলা হয় Bengal Boundary Commission এর পেশ করা রিপোর্টের উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

৩০ জুন ১৯৪৭ গভর্নর জেনারেলের ঘোষনা(Ref. No.D50/7/47R) মোতাবেক Sir Cyril Radcliffe কে চেয়ারম্যান করে পাঁচ জনের Bengal Boundary Commission গঠিত হয় । ৩০ জুন থেকে ১৪ আগস্ট ১৯৪৭ মাত্র ৪৫ দিন হলেও প্রকৃত পক্ষে ১৮ জুলাই ১৯৪৭ থেকে ১২ আগস্ট ১৯৪৭ মোট ২৫ দিন কমিশন হাতে পায় । আর সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ থেকে ১৯ এবং ২১ থেকে ২৪ জুলাই ১৯৪৭ মাত্র ৮ দিন পাওয়া যায়। ১২ আগস্ট ১৯৪৭ Radcliffe রিপোর্ট পেশ করেন। ১৪/১৫ আগস্ট ১৯৪৭ মাঝরাতে যথারীতি দ্বি-খন্ডিত স্বাধীনতা ঘোষিত হল ।১৯০৫ সালের আঁকা মানচিত্রকে রিপোর্টে পেশ করা হয়েছে বলে সুকৌশলে প্রচার করে মুসলিম লীগ ময়দানে নেমে পড়ে ।

১২ আগস্ট ১৯৪৭ থেকে ১৪/১৫ আগস্ট ১৯৪৭ স্বাধীনতা ঘোষনা মাঝের মাত্র দুদিনে মানুষ Radcliffe রিপোর্টের সঙ্গে পেশ করা নতুন মানচিত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না । ১৫ আগস্ট সকালে মুসলিম লীগের হৈ চৈ মিছিল মিটিং করে পাকিস্থানের পতাকা উত্তোলনে সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেস, হিন্দু মহাসভা, নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশনের নেতারাও বিভ্রান্ত হন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে Radcliffe রিপোর্ট ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে ।শুরু হয় তৎপরতা।বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মহারাণী জ্যোতির্ময়ী দেবী, মুর্শিদাবাদের ওয়াসেদ আলী মীর্জা সহ নানা স্তরের ব্যক্তিত্বের তরফ থেকে রাজ্য ও সর্ব ভারতীয় স্তরে যোগাযোগ করা শুরু হয়।১৬ আগস্ট তৎপরতা তুঙ্গে উঠে ।

কলকাতা থেকে দিল্লী প্রশাসনিক স্তরে চিঠি চালাচালি ও দরবারের পর ১৭ আগস্ট বিকালে নতুন নোটিফিকেশন জারী করে

Boating competition to celebrate inclusion of Nadia to India on August 18 2017 in Sibnibas. Picture by Pranab Debnath

আগস্ট ১৮, ২০১৭। শিবনিবাসে নদিয়ার ভারত ভুক্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্থানীয় মহিলাদের নৌ বাইচ প্রতিযোগিতা। ছবি প্রণব দেবনাথ।

বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়। নোটিফিকেশন নং 58G.A. Dated 17.08.1947.u/s. 7(1) of Cr.pc.,1898 বলে আগেকার সব নোটিফিকেশনকে বাতিল ঘোষণার মাধ্যমে নদীয়াকে দ্বি-খন্ডিত করে ‘নবদ্বীপ’ ও ‘কুষ্টিয়া’ জেলা গঠন করা হয় ।‘নবদ্বীপ’ জেলার অধীনে কৃষ্ণনগর ও রাণাঘাট মহকুমা অন্তর্ভুক্ত হয় । একই দিনে নোটিফিকেশন নং 61 G.A. Dated 17.08.1947 u/s. 4(1)(s) of Cr.P.C.1898 অনুযায়ী মেহেরপুর মহকুমার করিমপুর ও দৌলতপুর থানা এলাকাকে চিহ্নিত করে মাথাভাঙ্গা নদীর মাঝ বরাবর সীমানা নির্ধারণ করা হয়। Radcliffe রেল যোগাযোগ ব্যবস্থা এবং নদী অবস্থান (River system) কে বাঁচিয়ে মানচিত্রে বিভাজন করেছিলেন । ১৯০৫ সালের মানচিত্রের মত নয় ।১৯০৫ থেকে ১৯৪৭ সাল ৪২ বছরে ১৯০৫ সালের মানচিত্রের কথা সবার জানা ছিল ।

একই ভাবে নোটিফিকেশন নং 55 G.A. Dated 17.08.1947. u/s.7 of Cr.P.C.1898 তে মুর্শিদাবাদ জেলা ; নোটিফিকেশন নং 55 G.A.,62 G.A., 67 G.A. Dated 17.08.1947. অনুযায়ী মালদহ জেলা ; নোটিফিকেশন নং 55 G.A.,60 G.A.,63 G.A., 66 G.A. Dated 17.08.1947 মোতাবেক পশ্চিম দিনাজপুর জেলা গঠন তথা সীমানা চিহ্নিত করে ভারত ভুক্ত করার কথা ঘোষিত হয় ।

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৪৮ সালে ২৩ ফেব্রুয়ারি ‘নবদ্বীপ’ জেলার নাম পরিবর্তন করে আবার ‘নদীয়া’ রাখা হয়,(নং545 G.A Dated 23.02.1948. u/s.7(2) of Cr.P.C.1898).এবং ‘নদীয়া’ থানার নাম বদলে আবার ‘নবদ্বীপ’ থানা রাখা হয় (নং546 G.A Dated 23.02.1948. u/s.7(1) of Cr.P.C.1898).।

Radcliffe এর ‘রায় পরিষ্কার বুঝা যায়নি বলে এই বিভ্রান্তি’ কথাটি যথার্থ নয় । ‘মুসলিমলীগ রণকৌশলে’ যেমন তিনদিন ‘পাকিস্থান ধোঁয়াশা’ ছিল তেমনি নিজেদের ব্যর্থতাকে ঢাকতে এবং সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে ‘কংগ্রেসী রণকৌশলে’ Radcliffe এর ঘাড়ে দোষ চাপিয়ে ‘রায় না বুঝতে পারা’র কথা প্রচার করা হয় । নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ ,পশ্চিম দিনাজপুর এবং ২৪ পরগণার বনগ্রাম থানা যে ভারতের অংশ সেটার নতুন ঘোশণা ১৮ আগস্ট ১৯৪৭ নয়, ১৭ আগস্ট ১৯৪৭ তারিখেই করা হয়েছিল ।

Sanjit Dutta

সঞ্জিত দত্ত

(লেখক পরিচিতি: সঞ্জিত দত্ত
প্রাক্তন গ্রন্থাগারকর্মী। নিবাস কৃষ্ণনগর , নদীয়া । সংবাদ সাপ্তাহিক “গ্রাম গ্রামান্তর” পত্রিকার ২৫ বছর অবৈতনিক সম্পাদক ছিলেন । সম্পাদনা করেছেন ‘তীরন্দাজ নাট্যপত্র’, ‘রঙ বেরঙের আড্ডা’। লিখেছেন “সংবাদ প্রতিদিন”, “কালান্তর”, “এশিয়ান এজ” দৈনিকে । নদীয়া তথা স্থানীয় ইতিহাস চর্চার কাজে নিয়োজিত । প্রকাশিত গ্রন্থ ঃ ‘মায়াপুরঃ অতীত ও বর্তমান’ , ‘অঞ্জনা নদী তীরে ‘, ‘ফুলডোরে বাঁধা নদীয়া ও রবীন্দ্রনাথ’ , সম্পাদিত গ্রন্থ ‘সেতার’, ‘অ-শোক জীবন তিন ভুবন’, ‘কবিতার অলিন্দে জীবনের আলাপনে’, যুগ্ম গ্রন্থনাঃ ‘কৃষ্ণনগর সহায়িকা ও একনজরে নদীয়া’ (সহ লেখক গৌতম ধনী ); ‘ভারতীয় রেলের দেড়শো বছরঃ একটি সফর’ (১৮৫৩-২০০২)(সহ লেখক বিশ্বজিত দাস)।

Share the news