ইতিহাসের খোঁজে চিরসবুজ ত্রিপুরায় কয়েকদিন
– শুভাশিস চৌধুরী বেদুইন মন বেড়িয়ে পরার সুযোগ খুঁজছিল অনেকদিন ধরেই I কিন্তু পায়ের তলায় সরষে রেখেও নড়তে পারছিমাম না। কারণ কলেজে পাঠরতা কন্যার ক্লাস মিস হবার ভয়। অবশেষে তিনি বরাদ্দ করলেন মাত্র ৫ দিন! কিন্তু সে তো উইক এন্ড ট্যুর এর সময়!! কিছু বোঝানো গেল না তাঁকে। তাঁর কড়া নির্দেশ…